• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ২০:১৭
হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
ফাইল ছবি

ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় লাবলু মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার রাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজধানীর উত্তরা ১ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চি (২৭) এবং আওয়ামী লীগ কর্মী মো. হারেজ উদ্দিন (৪২)।

গত ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কে আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান করছিল। এ সময় তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তালেবুর রহমান বলেন, লাবলু মিয়া হত্যা মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লামায় বসতঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত