• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ২২:১৫
ঢামেক
ছবি: সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকার নবাবপুরে ইন্টারনেট সংযোগ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগ শেরপুর জেলার নকলা থানার রউফা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। চাকরি করতেন একটি ইন্টারনেট কোম্পানিতে।

সোহাগের সহকর্মী মো. সাইফ জানান, রোববার সন্ধ্যার দিকে সোহাগ নবাবপুর রোডে আরাফাত হোটেলের সামনের রাস্তায় ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের অবস্থান, তীব্র যানজট