মহিষের শিংয়ের গুঁতোয় নারীর মৃত্যু, আহত ৩
রাজধানীতে মহিষের শিংয়ের গুঁতোয় সাথী আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মগবাজার এলাকার আমবাগান চল্লিশঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রনি (৩০), তার স্ত্রী নাদিয়া (২৪) ও শামছু (৪৫)।
জানা গেছে, বিশালদেহী মহিষটি শিং দিয়ে সাথীসহ অন্যদের আঘাত করে। এ সময় শিংয়ের আঘাতে সাথীর পেট চিরে যায়। সংকটাপন্ন অবস্থায় মগবাজারের কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনকে নাহিদ নামে এক ব্যক্তি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, হঠাৎ ছুটে আসা একটি মহিষের শিংয়ের গুঁতোয় কয়েকজন আহত হন। ওই সময় সেখানে বিদ্যুৎ ছিল না। আহত তিনজনকে উদ্ধার করে আমি ঢামেক হাসপাতালে নিয়ে আসি। অন্যদেরকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, মগবাজার পাগলা মাজার এলাকা থেকে মহিষটি ছুটে আসে। এরপর এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করে একপর্যায়ে আমবাগানের একটি বাড়িতে ঢুকে পড়ে। তখন সে শিং দিয়ে আঘাত করে কয়েকজনকে আহত করে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, মহিষের শিংয়ের আঘাতে কয়েকজন আহত হয়েছেন এবং একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন