• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ২৩:৪২
মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ দিয়ে শুক্রবার সন্ধ্যায় একজন পথচারী যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ওই ব্যাগ মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন।

থানায় নিয়ে আসার পর থানা পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে একটি রিভলবার, ম্যাগাজিনসহ একটি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, একটি হ্যান্ড মাইক ও ছোট একটি সিগনাল লাইট উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
মোহাম্মদপুরে জোড়া খুনের আসামি গ্রেপ্তার