• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

‘উপদেষ্টার সঙ্গে অশোভন আচরণ রাষ্ট্রীয় মর্যাদায় আঘাত’

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৯:৫৪
বৈষম্যবিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরাম
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে হওয়া অশোভন আচরণের নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী রিক্রুটিং এজেন্সি।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরামের আহ্বায়ক মুহা. নুরুল ইসলাম উজ্জল বলেন, হাজার হাজার ছাত্র-জনতার জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে গত স্বৈরাচার সরকারের পতন ও পলায়নের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরে এসেছে। কিন্তু দুঃখজনক যে, স্বৈরাচারের কিছু প্রেতাত্মা, দোসর এখনও সরকারের প্রশাসন ও দেশ-বিদেশে ছড়িয়ে আছে।

তারা বর্তমান সরকারের সুন্দর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এর সঙ্গে অশোভন আচরণ করে। বিদেশে নিজ দেশের সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সঙ্গে অশোভন আচরণ দেশ ও দেশের জনগণের আত্ম মর্যাদার ওপর আঘাত আনে, যা অনেকটা আমাদের গণতন্ত্রের ওপর হুমকিস্বরূপ।

এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণে বোঝা যায় যে, তারা হানাহানির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর আঘাত করে দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই হীন ষড়যন্ত্র মোকাবিলা করতে দেশের সব জনসাধারণকে সচেষ্ট হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। উক্ত ঘটনা বিশ্বের বিভিন্ন দেশের নিকট বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটা অপচেষ্টা।

সর্বশেষ বৈষম্যবিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরামের পক্ষ থেকে উক্ত ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং যে সকল দুষ্কৃতকারী উক্ত ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে তাদের পাসপোর্ট বাতিলসহ দেশের প্রচলিত আইনে বিচারের দাবী জানানো হয়।

সভায় আরও বক্তব্য রাখেন, মো. রফিকুল ইসলাম, রাজিব আহমেদ, আক্তার হোসেন, রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, সৈয়দ আমজাদ হোসেনসহ অনেকে।

আরটিভি/এএইচ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
সংস্কারের বিকল্প নেই, বছরখানেক সময় পেলে কাজগুলো করে যাব: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের সময়ে ২৬ শতাংশ বেড়েছে রেমিট্যান্স: আসিফ নজরুল