গুলিস্তান-ফার্মগেটে হকার উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান
রাজধানীর গুলিস্তান-ফার্মগেটসহ কয়েকটি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ফুটপাতের শতশত দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে কিছু এলাকার হকার।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও সিটি করপোরেশনের যৌথ অভিযানে গুলিস্তান-ফার্মগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গুলিস্তানের পার্কসহ আশপাশে এবং ফার্মগেটের গ্রিনরোড থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
ফুটপাত উচ্ছেদের বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, সোমবার (১১ নভেম্বর) ফুটপাত উচ্ছেদের বিষয়ে মাইকিং করা হয়েছিল। তাদের চলে যেতে বলা হয়। অথচ তারা দোকানপাট সরিয়ে নেয়নি। আজ যৌথ অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
ক্যাপ্টেন আবরার বলেন, যৌথ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়ে আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। জননিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে কিছু এলাকার হকাররা। হকাররা ফার্মগেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ৩টার দিকে খামারবাড়ি মোড়ে সড়ক অবরোধ করে। পরে তারা সেখান থেকে আবার তেজগাঁও কলেজের সামনে মিছিল নিয়ে প্রায় আধাঘণ্টা বিক্ষোভ করে আনন্দ সিনেমা হলের সামনে চলে যায়।
আরটিভি/এএইচ/এসএ
মন্তব্য করুন