• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

হত্যা মামলায় তাঁতী লীগ নেতা ইকবাল গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৮:১২
মো. ইকবাল হোসেন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্লবীতে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শাহবাগ থানার তাঁতী লীগ সভাপতি মো. ইকবাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে রূপনগর থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার আসামি ইকবালকে রূপনগর থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বুধবার (১৩ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

পল্লবী থানা সূত্র জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ইমন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তারা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন। এ সময় গুলিতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
দেশে আনার ১৪ বছর পর জব্দ হলো বিএমডব্লিউ, কারণ কী?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি শুক্রবার
রাজধানীর তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ