• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

রাজধানীর তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ২৩:৫৬
গাড়ি
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা একটি বিএমডব্লিউ সেভেন সিরিজ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাজিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। যার মডেল নম্বর ৭৪০ই।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ২০২০ সালের ৩ মে চট্টগ্রামের নাগোয়া করপোরেশন নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের ওই গাড়িটি ছাড় করে। তবে তখন গাড়ির ঘোষণাপত্রে বিএমডব্লিউ ফাইভ সিরিজের ৫৩০-ই মডেলের গাড়ির কথা উল্লেখ করা হয়। যা মূলত কাস্টমস আইন, ২০২৩ এর ১৮, ৩৩, ৯০, ১২৬ ধারার লঙ্ঘন ও একই আইনের ২ (২৪) অনুযায়ী চোরাচালান হিসেবে গণ্য অপরাধ।

শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি বুধবার তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংরত অবস্থায় জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে জব্দ করা গাড়িটি শুল্ক গুদামে জমা দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে আনার ১৪ বছর পর জব্দ হলো বিএমডব্লিউ, কারণ কী?
হত্যা মামলায় তাঁতী লীগ নেতা ইকবাল গ্রেপ্তার
সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু