• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

ইউরোপীয় দূতাবাস স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৫:৪০
মানববন্ধন
ছবি: সংগৃহীত

ভিসার ভোগান্তি এড়াতে বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা মিশন স্থাপনের দাবি জানিয়েছে ভিসাপ্রত্যাশীরা।

শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ভিসাপ্রত্যাশী ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।

ভারতের ভিসা পেতে ভোগান্তির অভিযোগ তুলে ভিসা প্রত্যাশীরা বলেন, দিল্লিতে অবস্থিত ইউরোপীয় দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বাংলাদেশের নাগরিকরা সময়মতো অ্যাপয়েন্টমেন্ট পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। সঠিক নথিপত্র থাকার পরও ভ্রমণের জন্য ভারত ভিসা প্রত্যাখ্যান করছে, যার জন্য ভিসা আবেদন করে কনস্যুলার সেবা পেতে সময় লাগছে অনেকের।

আন্দোলনকারী অপর একজন বলেন, একই অবস্থা নেপালেরও। দেশটির দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিভিন্ন সময় কারণ ছাড়াই অফলোড করে। এতে অনেকেই সে দেশে থাকা ইউরোপীয় দূতাবাসের ভিসা আবেদনে ব্যর্থ হয়। আবার উল্লেখিত স্থানগুলোতে যাওয়ার জন্য অতিরিক্ত সময়, ভ্রমণ ব্যয়, হোটেল খরচ এবং আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার কারণে ভিসা আবেদনকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা বলেন, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব। আমরা চাই দেশের টাকা দেশে থাকুক। তারা চাইলে দেশে এসব দেশের মিশন স্থাপন করতে পারেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্যসচিব মেহেদী হাসান আশিক, যুগ্ম আহ্বায়ক সামস মান্না, মীর মুরাদসহ অনেকে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতির সংস্কার দাবিতে মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন
জাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর খুনিদের গ্রেপ্তারের দাবি