• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

দুই সহোদর শিশুকে জবাই, বাবার বিরুদ্ধে অভিযোগ

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৪:০৬
হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ২ ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিহত শিশুদের নাম রোহান (৭) ও মুসা (৩)।

শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুই ছেলেকে হত্যার পর মো.আহাদ নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পল্লবী থানার এসআই সোহান মোল্লা বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ঘাতক বাবা আহাদ তার দুই সন্তানকে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

এসআই জানান, ঘটনার সময় নিহত শিশুদের মা বাইরে ছিলেন।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করে প্রজ্ঞাপন
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড: ৭ জনের মরদেহ হস্তান্তর
ভাবিকে খুন করে তাবলিগে আত্মগোপন, এরপর যা ঘটল
কয়েদি হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা