• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ডাকাতি শেষে শিশু অপহরণ, ঘটনায় নতুন মোড়

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৭:৫২
ফাইল ছবি

নতুন মোড় নিয়েছে রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে মায়ের কাছ থেকে শিশু ছিনিয়ে নেওয়ার ঘটনা। এ ঘটনায় ওই শিশুর বাবা আবু জাফরকে নজরদারিতে রেখেছে র‌্যাব।

শনিবার (১৬ নভেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি জানান, এরই মধ্যে ফাতেমা আক্তার শাপলা নামে এক অপহরণকারী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু আরিশা জান্নাত জাইফাকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, অপহরণের ঘটনায় শিশুটির বাবা আনোয়ার খান মডার্ণ হাসপাতালের ল্যাব সহকারী হিসেবে কর্মরত আবু জাফরকে নজরদারিতে রেখেছেন তারা। স্ত্রীর সঙ্গে তার বনিবনা হয় না। এ কারণে শিশুটিকে তিনি অপহরণ করিয়েছেন কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, গ্রেপ্তার ফাতেমা আক্তার শাপলার গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি মোহাম্মদপুরের আদাবরে নবীনগর হাউজিংয়ে মা-বোনের সঙ্গে থাকতেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত শিশুটির মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন শাপলা। একপর্যায়ে শিশুর মায়ের সঙ্গে সাবলেটে একই বাসায় থাকার পরিকল্পনাও করেন তিনি।

শুক্রবার (১৬ নভেম্বর) ভুক্তভোগী শিশুটির বাড়িতে প্রবেশ করেন অপহরণকারী ফাতেমা আক্তার। এ সময় কৌশলে ভুক্তভোগীকে ঘুমের ওষুধ খাওয়ায়ে তিনজন সহযোগীসহ ওই বাড়িতে প্রবেশ করেন ফাতেমা। বাড়িতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করেন তারা। লুটপাট শেষে শিশু আরিশা জান্নাতকে অপহরণ করে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে রাখেন। সেখান থেকে শুক্রবার রাতে র‌্যাব শিশুটিকে উদ্ধার করে।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগের সাবেক নেতা, অতঃপর...
নারীর মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ডিসি
র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরল যুবক
রাজধানীতে ১৬ ছিনতাইকারী গ্রেপ্তার