• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ব্যাংকের লকার থেকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২০:০৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ইউনিয়ন ব্যাংকের লকার থেকে অবৈধ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এইচ আই ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের অফিস কক্ষের লকার থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রাঙামাটি চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মৃত জহিরুল হকের নামে লাইসেন্সকৃত ছিল। তিনি ২০২৩ সালের জুলাই মাসে মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, গত ৩১ ডিসেম্বর অস্ত্র-গুলিগুলোর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে যে, মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডের এইচ আই ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ইউনিয়ন ব্যাংকের অফিস কক্ষের লকারে মৃত জহিরুল হকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অস্ত্র-গুলি রক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় সেখান থেকে ০.৩২ বোরের একটি এনবিপি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এই উপকমিশনার বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তা স্থগিত করা হলো।

একইসঙ্গে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশও প্রদান করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী, ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ কোটি টাকা মূল্যের ৪ গাড়ি উদ্ধার, পাঁচ প্রতারক আটক
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় রাবার বুলেট উদ্ধার