• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

পারিবারিক কলহের জেরে রাজধানীতে এক নারীর আত্মহত্যা

আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২০:১১
ঢামেক
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে রিমা আক্তার লিপি (২৮) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে পশ্চিম রসুলপুর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রিমা আক্তার লিপির বোন নুরনাহার বলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কলহের কারণে আমার বোন আলাদা থাকতেন। তিনি কোনো বিষয়ে কারও সঙ্গে শেয়ার করতেন না। সাংসারিক ও আর্থিক সংকটে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার পুলিশে উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম রসুলপুর একটি বাসা থেকে ওই নারীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, রিমা আক্তার লিপির আত্মীয়স্বজনের মুখে জানতে পারি, স্বামী মামুনের সঙ্গে পারিবারিক কলহ ও আর্থিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে এক ঘণ্টার পুলিশ সুপার শিক্ষার্থী রোজা
হাতিরঝিল থানার বিএনপি নেতা মামুন বহিষ্কার
‘পুষ্পা টু’র ট্রেলার লঞ্চে বিপত্তি, পুলিশের লাঠিচার্জ  
পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা