• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

সচিবালয়ে অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২০:৫৪
শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অনশনে বসেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৪ সদস্যের প্রতিনিধি দল। এ ছাড়াও মহাখালী এলাকায়ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, এদিন বিকেলে মহাখালী এলাকার অবরোধ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠকে কোনো ইতিবাচক ফল না আসায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করা ১৪ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের সামনে অনশনে বসে। অন্যদিকে নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে ব্যস্ত সড়ক মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী রাস্তার দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে আটকে থাকা যাত্রীরা আবারও ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনকারীরা জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসায় তারা আশ্বস্ত হয়ে বিকেলে রেলগেট থেকে অবরোধ তুলে নেন। এরপরই সরকার বিষয়টি আবার টালবাহানা শুরু করে। এ কারণে তাদের প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয় না ছেড়ে সেখানেই অবস্থান করছেন। তারা অনশনে বসেছেন। আর দাবি আদায়ে ফের কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজের সামনে আমতলী-গুলশান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা ‘এক, দুই, তিন চার, সব শালারা বাটপার’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’ ইত্যাদি স্লোগানে স্লোগানে দাবি তুলে ধরছেন।

এর আগে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে বিকেল ৪টার দিকে সড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান তারা।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন কর্মসূচি তিতুমীর শিক্ষার্থীদের
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন প্রেস সচিব
মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত  
ধর্ষণ করে ছাত্রীকে বললেন কাউকে বলো না, ৭ বছর পর পেলেন শাস্তি