• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

জুতার আঠা খেয়ে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৫
জুতার আঠা খেয়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে জুতায় ব্যবহৃত আঠা খেয়ে মো. আরিফ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পূর্ব রসুলপুর এলাকায় ঘটনাটি ঘটে। অসুস্থ অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. অনিক জানান, তার বাবা মো. আরিফ একটি জুতার কারখানায় কাজ করতেন। হঠাৎ তারা জানতে পারেন কারখানার মধ্যে জুতায় ব্যবহার করার আঠা খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গায়কের মৃত্যুর পর ভাইরাল ১৪ বছর আগের টুইট
নসিমনের চাপায় গৃহবধূ নিহত
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি
দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু