কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. ধলু ব্যাপারী (৬২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
ধলু ব্যাপারীর হাজতি নং ১৫৯৬/২৪। তার বাবার নাম মৃত ইলু ব্যাপারী। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
হাজতি ধলু ব্যাপারীকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মো. এরশাদ জানান, বিকেলে কেন্দ্রীয় কারাগারে ধলু ব্যাপারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধলু ব্যাপারী কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম ইলু ব্যাপারী। তিনি কী মামলায় আটক ছিলেন, আমরা জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরটিভি/এমএ-টি
মন্তব্য করুন