• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কাওরান বাজার এলাকায় উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ 

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ২০:২৫
ছবি: সংগৃহীত

কাওরান বাজার এলাকায় দৈনিক প্রথম আলোর সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

একজন সংবাদকর্মী জানান, কাওরান বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে আজ দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি ঝামেলা হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের টিয়ারশেল, চট্টগ্রামে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ 
শাবিপ্রবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ
উত্তরায় শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর
বাজার এখন মানুষের কাছে আতঙ্কের নাম (ভিডিও)