• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২৩:৫২
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ বি আহাদের (৮২) মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বি আহাদ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার কয়েদি নম্বর ৫৭১২/১। তার পিতার নাম মৃত এ বি গফুর।

এ বি আহাদকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আবু সিদ্দিক জানান, আজ দুপুরের দিকে কয়েদি এ বি আহাদ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষীসহ আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর বিকেলের দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কয়েদি এ বি আহাদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ কলেজের সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে
হত্যা মামলার আসামি নোয়াখালীর ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
নওগাঁয় শিক্ষার্থী হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই, পুলিশ সদস্যদের মারধর