মোহাম্মদপুর থেকে ২টি অস্ত্র জব্দ করেছে পুলিশ
রাজধানী মোহাম্মদপুর এলাকায় পৃথক স্থান থেকে দুইটি অবৈধ অস্ত্র জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লক ও লালমাটিয়ার এফ ব্লকের পৃথক দুটি বাসা থেকে অস্ত্র দুটি জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনৈক মো. ফারুক আহমেদ ও জনৈক মো. গোলাম আযম চৌধুরী নামের দুই ব্যক্তি তাদের নিজেদের নামে লাইসেন্সকৃত দুটি বন্দুক প্রজ্ঞাপন অনুযায়ী থানায় জমা না দিয়ে নিজেদের কাছে রেখেছেন বলে তথ্য আসে। এ তথ্যে ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৪টায় প্রথমে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লকে অবস্থিত ফারুক আহমেদের বাসায় অভিযান চালানো হয়। ফারুক আহমেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। পরে ওই বাসা থেকে .১২ বোর একনলা একটি বন্দুক জব্দ করা হয়।
তালেবুর রহমান জানান, এরপর বিকেল সাড়ে ৫টায় লালমাটিয়ার এফ ব্লক অবস্থিত মো. গোলাম আযম চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে তাকে পাওয়া যায় নি। পরে তার বাসা থেকে .১২ বোর দোনলা একটি বন্দুক জব্দ করা হয়। পরে জব্দকৃত বন্ধুক দুটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন