• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

‘কবজিকাটা গ্রুপের’ ভাগ্নে বিল্লাল গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৯
ছবি: সংগৃহীত

রাজধানীতে হত্যা মামলার আসামি ও কবজিকাটা গ্রুপের অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার আসামি ও কবজিকাটা গ্রুপের অন্যতম সদস্য মো. বিল্লালকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

শিহাব করিম আরও বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, মোহাম্মদপুর থানার হত্যা মামলার এজাহারনামীয় আসামি বিল্লাল। তিনিসহ কবজিকাটা গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় সাধারণ মানুষকে পথে-ঘাটে হামলা করেন। টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেন। এ সময় কেউ বাধা দিলে তাকে কুপিয়ে আহত করার পাশাপাশি তার হাতের কবজি কেটে উল্লাস করেন তারা।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ দিনে সৌদিতে ১৯ হাজার প্রবাসী গ্রেপ্তার 
ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তার
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার