• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জনস্বার্থে ৫ কর্মকর্তাকে বদলি করল রাজউক

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৪০
জনস্বার্থে ৫ কর্মকর্তাকে বদলি করল রাজউক
ফাইল ছবি

জনস্বার্থ বিবেচনা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কথা উল্লেখ করে ৫ জন কর্মকর্তাকে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে তাদের বদলির আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশ অনুসারে, রাজউকের বদলি হওয়া ৫ কর্মকর্তাদের মধ্যে পরিচালক (এস্টেট ও ভূমি ১) কামরুল ইসলামকে জোন ৪ এর পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জোন ৪ এর পরিচালক মো. কামরুজ্জামানকে বদলি করে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক (এস্টেট ও ভূমি-২) মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে বদলি করে পরিচালক (এস্টেট-ভূমি-১) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া উপপরিচালক (এস্টেট ও ভূমি ৩) তাহমিনা পারভীনকে উপপরিচালক (এস্টেট ও ভূমি ১) হিসেবে বদলি করা হয়েছে এবং উপপরিচালক (এস্টেট ও ভূমি ১) লিটন সরকারকে উপপরিচালক (এস্টেট ও ভূমি ৩) বদলি করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমের মামলায় সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে
সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ
একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি