• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ বাজার এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে নাইমুন নাহার নিতু নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) মারা যায় সে।

নিহত মিতুর শাশুড়ি সুমি বেগম বলেন, আমি দুপুরে তাকে ভাত খেতে বললে সে বলে আমি গোসল করে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসে খাব। আমরা ওই ভবনের সাততলায় থাকি। পাশের একজন এসে বলতেছে আপনাদের ছাদ থেকে কে যেন পড়ে গেছে। নিচে গিয়ে দেখি আমার ছেলের বউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। একবছর আগে ভালোবেসে আমার ছেলে সাজেদুল ইসলাম তাকে বিয়ে করে। আমাদের ছাদের চারদিকে কোনো রেলিং নেই। আমরা ধারণা করছি কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গেছে। আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। আমাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, সতর্ক থাকার পরামর্শ
‘সভ্য সমাজ গড়তে সবার আগে মানবমর্যাদা নিশ্চিত করতে হবে’
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার