‘ঐক্যবদ্ধভাবে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
ভারত যতই ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করুক না কেন বাংলাদেশের মানুষ তাদের পাতা ফাঁদে পা দেবে না। ঐক্যবদ্ধভাবে ভারতের সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে বাংলাদেশ তিসরী ইনসাফ দল আয়োজিত এক বিক্ষোভে সমাবেশ বক্তারা এসব কথা বলেন।
তিসরী ইনসাফের বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতি বিপ্লব বাস্তবায়ন করতে ভারত নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে দল-মত নির্বিশেষে বাংলাদেশের সবাই সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র দিয়ে কিছু করতে পারবে না। আমাদেরকে ভারতের অনধিকার চর্চার বিরুদ্ধে কঠোর অবস্থান জানাতে হবে। বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের মাধ্যমে হলুদ সাংবাদিকতা করছে। এসব ব্যাপারে বর্তমান সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে সংগঠনটির চেয়ারম্যান মো. মিনহাজ্ব প্রধান বলেন, ‘বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সবাই এক। তাই ভারতকে বলব, আমাদের সঙ্গে লড়তে এসো না। তাহলে তোমরাই খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমরা দেখেছি, পশ্চিমবঙ্গে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারত যত বেশি ষড়যন্ত্র করবে আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব।’
এসময় ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার, সাবধান’, ‘ভারতের আগ্রাসন, মানি না মানবো না’, ‘ভারতীয় পণ্য, বয়কট বয়কট’, ‘ইসরাইলি পণ্য, বয়কট বয়কট’, ’ফ্যাসিবাদী আওয়ামী লীগ, হুঁশিয়ার সাবধান’ এমন স্লোগান দিতে দেখা যায়।
জুমার নামাজের আগ থেকেই বাইতুল মোকাররমসহ আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন ও ডিবি পুলিশ উত্তর গেটসহ আশপাশের পুরো এলাকায় অবস্থান নেয়। তবে জুমার নামাজের আগে-পরে কোন ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেনি।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন