• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:১০
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে-ওয়াচে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, সভায় গত ১৬ নভেম্বরে অনুষ্ঠিত বিওএর কার্যনিবাহী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এ ছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের খসড়া বাজেট অনুমোদন করা হয়। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য নকশা উপস্থাপন করা হয়।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহত লেফটেন্যান্ট তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর
যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ আটক 
পাক সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর
স্পিরিটস অব জুলাই কনসার্টে ভেন্যু চার্জ নেবে না সেনাবাহিনী