সিডিএফ’র গভর্নিং বডির সভা ও নির্বাচন অনুষ্ঠিত
দেশের ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের শীর্ষ সংগঠন ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘মিডিয়া বাজার’ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিডিএফের চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে সভায় জেনারেল বডির ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৩-২৪ ও ২৪-২৫ সালের বাজেট ও কর্ম পরিকল্পনা অনুমোদন করা হয়।
পরে মুর্শেদ আলম তার মেয়াদকালে সিডিএফ’র কর্মকাণ্ড ও অর্জিত মূল সাফল্যগুলো উপস্থাপন করেন। এ সময় ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাবার জন্য তিনি সিডিএফ ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানান।
এ সময় ক্ষুদ্রঋণে তহবিল যোগানে ব্যাংকিং সেক্টরের অবদানের প্রশংসা করে তিনি বলেন, সিডিএফ কর্তৃক ব্যাংক ও ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টির ফলেই এটা সম্ভব হয়েছে। সিডিএফ জন্মলগ্ন থেকে বাংলাদেশ ক্ষুদ্রঋণ সেক্টরের একমাত্র প্রতিনিধিত্বশীল ফোরামের দায়িত্ব পালন করছে।
সভা শেষে আগামী তিন বছরের জন্য সিডিএফ’র গভনিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারকে চেয়ারম্যান, বিজ’র চীফ অপারেটিং অফিসার ইকবাল আহাম্মদকে ভাইস চেয়ারম্যান এবং দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয়।
এনজিও জোটের এ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, ইন্ট্রিগ্রেডেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল আলম, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, পিদীম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুন ব্যানার্জী, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোস্যাল এডভান্সমেন্টের (দিশা) নির্বাহী পরিচালক মো. সহিদ উল্লাহ্ এবং আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার।
আরটিভি/আরএ
মন্তব্য করুন