• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বিজয় দিবস উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প 

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০

মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রশাসন) গাজী জসীম, নসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন,

আরও উপস্থিত ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা: সৈয়দ আফজালুল করিম ও হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে হাসপাতালের বিভিন্ন বিভাগের ২২ জন বিশেষজ্ঞ ডাক্তার ফ্রি রোগী দেখেন। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক, নাক কান গলা, ডায়াবেটিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাসপাতালে ১২০০ জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়, সকল পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড় দেয়া হয়।

১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসইসির সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবসে মুগদায় ফ্রি মেডিকেল ক্যাম্প
নোয়াখালীতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফ্রি মেডিকেল ক্যাম্প যুবদলের 
লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল ২ হাজার রোগী