• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

যাত্রীদের র‍্যাপিড পাস কেনার অনুরোধ মেট্রোরেল কর্তৃপক্ষের

আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ২২:০৬
ফাইল ছবি

মেট্রোরেলের যাত্রীদের এমআরটি পাসের পরিবর্তে র‍্যাপিড পাস কিনতে অনুরোধ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা লিমিটেড ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।

পোস্টে বলা হয়, ডিএমটিসিএলের পক্ষ থেকে মেট্রো স্টেশনগুলোতে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে র‍্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। এমআরটি পাসের পরিবর্তে এখন র‍্যাপিড পাস ক্রয় করার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি ইতোমধ্যে চালু হওয়া এমআরটি পাসও যাত্রীরা ব্যবহার করতে পারবেন।

এতে আরও বলা হয়, দুধরনের কার্ডই চলবে এবং রিচার্জ করা যাবে। সিঙ্গেল জার্নি টিকিটের স্বল্পতার বিষয়টি দ্রুতই সমাধান করা হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়টির সমাধান হবে।

পোস্টে যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে স্টেশনে আসার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ এবং সহযোগিতা প্রত্যাশা করেছে।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোতে একক যাত্রায় বিকল্প হিসেবে কিউআর কোডের ব্যবস্থা
মেট্রোরেলে আসছে আরও ২০ হাজার ‘একক যাত্রা’র কার্ড
৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
প্রায় ৭ হাজার কোটি টাকা কমলো এমআরটি-৫ প্রকল্পের ব্যয়