• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬
ইসমাইল
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয় বলে পুলিশের দাবি। ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে তাকে শনিবার (২১ ডিসেম্বর) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। তখন তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বিমানবন্দর থানার ওসি জানান, ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএইচ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেটে ৩৫৮৮ ইয়াবা, শাহজালাল বিমানবন্দরে ধরা
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন
গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পে বাস চালু ১৬ ডিসেম্বর