• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাস ও বোর্ড অব ট্রাস্টি নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থী হাসিবুল ইসলাম রেমন বলেন, আমরা সবশেষ গত আগস্টে মাসে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে নেবেন। কিন্তু এখনও আমরা কোনো ফলাফল পাইনি।

তিনি জানান, এই মুহূর্তে অযোগ্য, দুর্নীতিবাজ ভিসি ও বিওটির চেয়ারম্যান থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করে স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ করতে হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের
এইচএসসি পাস শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা