নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি রাজুর
বিভিন্ন স্থানে গত পাঁচ দিন খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি মানসিক রোগী মো. রাজুর (২৭)।
গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে হারিয়ে যান তিনি।
রাজুর পরিবার জানায়, হাসপাতালের মানসকি স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন রাজু। এক পর্যায়ে তিনি সেখান থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে লুঙ্গি ও খয়েরি রংয়ের জ্যাকেট এবং সাদা সোয়েটার ভেতরে বাংলাদেশের জার্সি পরা ছিল। গায়ের রং শ্যামলা।
রাজুর বাবার নাম সামছুল আলম, মায়ের নাম নাজমা আক্তার। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ১৬ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিন চেয়ারম্যান পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
মো. রাজুর নিখোঁজেন বিষয়ে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করা (জিডি) হয়েছে। জিডি নম্বর ৯১৩/ তারিখ ১৮ ডিসেম্বর ২০২৪। কেউ তার খোঁজ পেয়ে থাকলে ০১৮৫২৩৯২৭৫৪, ০১৭২৬০০৫৮১০, ০১৭৫৭৮২৪৬৫৯ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
আরটিভি/আরএ
মন্তব্য করুন