• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক

আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৩ ডিসেম্বর) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৬ জন অপরাধীকে আটক করেছে।

এদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা অন্তর্ভুক্ত আছে। অভিযানের সময় গ্রেফতার হওয়া অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
শেখ হাসিনা-কাদেরের সঙ্গে হত্যা মামলার আসামি রংপুরের ৩ জন
হিলিতে শিক্ষার্থী হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
হত্যা মামলার আসামি নোয়াখালীর ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার