হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেপ্তার
![ছাত্রলীগ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/23/image-305763-1734972359.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. ইমরুল কায়েস ফয়সালকে (২৯) হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। রোববার দিবাগত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গত ১৯ জুলাই মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেন। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তালেবুর রহমান বলেন, আক্রমণকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর বাদী হয়ে তিনি মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
আরটিভি/এফএ
মন্তব্য করুন
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটক
![সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটক](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/25/image-301532-1732536048.jpg)
শিক্ষার্থীদের সংঘর্ষ, বৈঠকের প্রস্তাবে দুই অধ্যক্ষের অসম্মতি
![শিক্ষার্থীদের সংঘর্ষ, বৈঠকের প্রস্তাবে দুই অধ্যক্ষের অসম্মতি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/25/image-301580-1732555007.jpg)
শাহবাগে লোকজন জড়ো করার চেষ্টা, আরেক সংগঠক গ্রেপ্তার
![শাহবাগে লোকজন জড়ো করার চেষ্টা, আরেক সংগঠক গ্রেপ্তার](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/25/image-301581-1732555325.jpg)
বনশ্রীতে যাত্রীবাহী বাসটি খালে পড়ার কারণ জানা গেল
![বনশ্রীতে যাত্রীবাহী বাসটি খালে পড়ার কারণ জানা গেল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/30/image-302337-1732988026.jpg)
মগবাজার ক্রসিংয়ে আটকে পড়ল গাড়ি, দুমড়েমুচড়ে চলে গেল ট্রেন
![মগবাজার ক্রসিংয়ে আটকে পড়ল গাড়ি, দুমড়েমুচড়ে চলে গেল ট্রেন](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/01/image-302458-1733058117.jpg)
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে
![নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/07/image-303336-1733559711.jpg)
খিলগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণ জানাল পুলিশ
![খিলগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণ জানাল পুলিশ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/07/image-303421-1733586858.jpg)