বাংলাদেশ-চীন সম্পর্কের স্থিতিশীল ধারা অব্যাহত থাকবে: চীন রাষ্ট্রদূত
বাংলাদেশ-চীন সম্পর্ক স্থিতিশীল এবং ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে চায়না মিডিয়া গ্রুপ- সিএমজির উদ্যোগে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস হাজার বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। জাতি, বিশ্বাস ও ভাষার স্বাতন্ত্র্য সত্ত্বেও আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও পারস্পরিক লাভজনক সহযোগিতা বজায় রেখেছি।
আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আগামী ২০২৫ সালে, দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার সুযোগ হিসাবে এবং জনগণের মধ্যে-মানুষের বিনিময়ের বছর হিসাবে মনোনীত করা হয়েছে। সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা এবং যুব বিনিময়, যৌথভাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করতে পারি।
চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত।
১৫ হাজার শিক্ষার্থী চীনে পড়াশুনা করছে বলে অনুষ্ঠানে জানান তিনি।
আরটিভি/এএইচ
মন্তব্য করুন