মেট্রোরেল ও পার্শ্ববর্তী এলাকায় ফানুস না উড়ানোর অনুরোধ
মেট্রোরেল স্টেশন রুট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ফানুস না উড়াতে অনুরোধ জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, এমআরটি লাইন ৬-এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না উড়ানোর অনুরোধ করা হচ্ছে।
মেট্রোরেলে প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ যাত্রী চলাচল করেন। উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নতুন বছর উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানো হলে এর মাধ্যমে উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটাসহ প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তাই ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন