• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এই সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, এই মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়াতের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। এছাড়া দেশবরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য দেবেন।

জানা গেছে, এরই মধ্যে মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা সদরে ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করছেন। সব ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি তার ফিলিস্তিনে ফিরে যাওয়ার কথা রয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবার ঢাকায় আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি
বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
ইমাম-মুয়াজ্জিনদের জন্য আসছে নতুন বেতনকাঠামো, মসজিদের জন্য নীতিমালা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা