• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে স্থানীয় লোকজনের সহায়তায় পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. শুভ ওরফে সোলায়মান (২৯) ও মো. রুবেল (৩২)।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত ভোর রাতে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. বদরুদ্দোজা নামে এক ব্যক্তি গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। ঐ ঘটনায় বাদী মো. বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত মামলার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মো. শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার সড়কে আইন লঙ্ঘন, চার মাসে জরিমানা প্রায় ৫০ কোটি
অপহরণের ২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ২
ঈশ্বরদীতে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত