কারখানার দরজা ভেঙে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাগ তৈরির একটি কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মরদেহ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) ও মো. মোহন (১২)। তাদের দুজনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকের মৃতদেহ উদ্ধার করার সময় তারা কারখানার ভেতর বিভিন্ন জায়গায় কাগজে ছারপোকা মারার ওষুধ রাখা দেখতে পান। তাই এই শ্রমিকদের মৃত্যু ছারপোকা মারার ওষুধের গ্যাসে, না কি অন্য কোনো কারণে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিষযটি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. মুছা বলেন, গত শুক্রবার রাতে খাবার খাওয়ার পর কারখানার দরজা-জানালা বন্ধ করে দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। পরদিন বেলা একটার দিকে কারখানার আরেক শ্রমিক নাঈম ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় দরজা ভাঙেন। সে সময় ওই দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ/এআর
মন্তব্য করুন