• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ঢাকার সড়কে আইন লঙ্ঘন, চার মাসে জরিমানা প্রায় ৫০ কোটি

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৮
ঢাকার সড়কে আইন লঙ্ঘন, চার মাসে জরিমানা প্রায় ৫০ কোটি
ফাইল ছবি

রাজধানীর সড়কে আইন লঙ্ঘন করায় চার মাসে প্রায় ৫০ কোটি টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজের সভাপতিত্বে সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার যানজট এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নসংক্রান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বলা হয়, রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সড়ক আইন লঙ্ঘনের অভিযোগে ১ লাখ ৩৯ হাজার একটি মামলা এবং ৪৯ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৬৫ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ৪৫ হাজার ৪৫৭টি ব্যাটারিচালিত রিকশা, পাঁচ হাজার ৯৭৯টি পায়েচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৈঠকে ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) জানান, মাঠ পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যকারিতা বাড়ার জন্য ইতোমধ্যে চার হাজার ২০০ জন পুলিশ সদস্য এবং ৬০০ জন ছাত্র প্রতিনিধিকে নিয়োজিত করা হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং পরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহউদ্দিন উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন
রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭