• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বকশীবাজার সড়ক ছাড়লেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৪
ছবি : সংগৃহীত

ঢাকা আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত আর বসবে না এমন আশ্বাস পেয়ে ১০ ঘণ্টা পর বকশিবাজার সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। এতে যান চলাচল আবারও শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার শুনানির কথা ছিল আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে। কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মূল দাবি ছিল আদালত সরিয়ে নেওয়ার।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বকশিবাজার মোড়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে আশপাশের রাস্তায় যানজট দেখা দেয়। এ ছাড়া বাঁশ ও কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বকশিবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়ন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন। ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল।

এদিকে এদিন আদালতের বিচারক আলিয়া মাদ্রাসায় স্থাপিত আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেন। এরপর আদালত পরিচালনার সুষ্ঠু পরিবেশ নেই মর্মে আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের উভয় আইনজীবীদের জানিয়ে দেন।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) মো. বোরহান উদ্দিন আন্দোলনরত শিক্ষার্থীদের জানান, আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আদৌ এখানে আদালতের কার্যক্রম পরিচালিত হবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে।

এই আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর বক্তব্যে ও আদালত পরবর্তীতে এখানে আর বসবে না এমন আশ্বাস পেয়ে অবরোধ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শিক্ষার্থীর প্রাণ
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা
বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগে অবরোধ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর