• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে পেশাদার চার ছিনতাইকারী গ্রেপ্তার 

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৪১
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে পেশাদার চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু জব্দ করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন—মো. সুমন (২০), মো. ওসমান গনী (২১), মো. সোহেল (২২) ও মো. আলামিন (২১)।

ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় শুক্রবার (১০ জানুয়ারি) দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে কয়েকজন কোতোয়ালি থানার মিটফোর্ড হাসপাতালের সামনে ছিনতাই করার উদ্দেশ্যে একত্র হয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কোতোয়ালি থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন, ওসমান, সোহেল ও আলামিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

তিন বলেন, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬-৭ জন মিলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ, বাঁচার আকুতি ব্যবসায়ীর
গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ অর্থনীতির জন্য ‘আত্মঘাতী’: ডিসিসিআই সভাপতি
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি
বস্তিবাসীর সড়ক অবরোধ, মিরপুরে যান চলাচল বন্ধ