• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ২ 

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ২১:৩০
ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

নিউমার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, দুই ব্যবসায়ীর ওপর মার্কেটের সামনে অতর্কিতভাবে হামলার ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম আছিফ, অন্যজন সন্দেহভাজন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ‘মাল্টিপ্ল্যান সেন্টারের’ সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের সঙ্গে প্রায় ১৫ থেকে ২০ জন ছিল।

হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ও ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক।

আরটিভি/এমএ-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
রাজধানীতে ১০৩ দিনে এক হাজার ১৮৪ ছিনতাইকারী গ্রেপ্তার
কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
ছাত্র-জনতার ওপর গুলি, সেই কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে