• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পাঁচ বছরের আদনানকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন মা

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ২৩:২৬
ফাইল ছবি

সন্তান হারিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন আদনান (৫) নামে বাকপ্রতিবন্ধী একটি শিশুর মা শাহানাজ বেগম।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে শিশু আদনান হারিয়ে যায়।

শিশুর মা শাহানাজ বেগম বলেন, অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। এ কারণে থানায় একটি সাধারণ ডারেরি করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, শিশুটির বোবা, কথা বলতে পারে না। তার বাসা নম্বর-৪১৬/সি, খিলগাঁও বাগিচা (জোড়পুকুর), থানা খিলগাঁও, ঢাকা। গত সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর মালিবাগ রেলগেট-সংলগ্ন কাঁচাবাজার থেকে সকাল ১০টার পর হারিয়ে গেছে। কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল— ০১৬২০-৬৫৫৮৫৪ (পিতা) ০১৭০৮৩৯২৯২৯ (এসআই মেহেদী হাসান, শাহজাহানপুর থানা)

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার কেউ নাই, একটাই ছেলে’ বলে মূর্ছা যাচ্ছেন ফায়ারফাইটার নয়নের মা
সংগীতশিল্পী আদনান সামির মা আর নেই
বলিউডে ফিরছেন আদনান সামি
যুক্তরাষ্ট্রে ‘আনন্দমেলা’ অ্যাওয়ার্ড পেলেন মডেল নিবিড় আদনান