• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

উদ্ধার হচ্ছে ঢাকার ১৯ খাল

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:৫৯
রিজওয়ানা
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার ১৯টি খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং বা দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক সম্পদের মানচিত্র প্রণয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা ঢাকার খালগুলো উদ্ধারের পরিকল্পনাতে ১৯টি খালকে বেছে নিয়ে ১৯টির কর্মপরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি বাজেটসহ। এটা হয়ত এ মাসের শেষের দিকে উপস্থাপন করবো।‌

আর দুটি কমিটি কাজ করছে ঢাকার চারপাশের চারটি নদীকে দখল-দূষণমুক্ত করতে দাবি করে উপদেষ্টা বলেন, দখল অনেকটাই মুক্ত হয়েছে, দূষণমুক্তি করতে আমরা কি কি কাজ করতে পারি। জিপিএস দিয়ে আমাদের প্রত্যেকটি পয়েন্ট দেখতে হচ্ছে। যেখানে দূষণ পাওয়া যাচ্ছে সেখানে শিল্পকারখানা শনাক্তকরণ করতে হচ্ছে। এই শহরের স্যুয়ারেজ গিয়ে পড়ছে নদীগুলোতে।

প্রত্যেক জেলা প্রশাসক (জেলা) তার জেলায় একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করার পরিকল্পনা বাজেটসহ পাঠিয়েছেন জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সেটা থেকে আটটি বিভাগীয় শহর এবং কক্সবাজার- এই ৯টা ধরে একটি কমিটি যাচাই-বাছাই করে কর্মপরিকল্পনা ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করবে। এরপর অর্থসংস্থান করে কাজে নামতে পারবেন বলে আশা করেন তিনি। তবে ঢাকার খালগুলো ব্যাপারে দ্রুতই কাজে নামতে পারবেন বলে জানান তিনি।
এসব ব্যাপারে উন্নয়ন সহযোগীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন জানিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, পৃথিবীর যে দেশেই খোঁজ নেন না কেন নদী দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে শেষ হতে দেশভেদে ৫ থেকে ১০ বছর লেগেছে। কাজটা যাতে চলমান থাকে সেভাবেই একটা অ্যাকশন প্ল্যান আমরা করে দিয়ে যাবো। আশা করি আমরা কাজটি শুরু করে যাওয়ার সময় পাবো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে আগুন: ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ
‘নরডিক ডে’তে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে আমন্ত্রণ
ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল নিয়ে যা জানালেন পরিবেশ উপদেষ্টা
টেন্ডার সিন্ডিকেট ভাঙতে চান পরিবেশ উপদেষ্টা