• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৪
ছবি: সংগৃহীত

রাজধানীতে ১০ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে বারডেম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

হাসপাতালে মোবারক নামে আরেক পথশিশু জানায়, ভুক্তভোগী শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে তার চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর এক ছেলেকে মানুষ ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভুক্তভোগী শিশুর বিষয়ে বিস্তারিত কিছুই জানি না।

এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে মেট্রো স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই তরুণ শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন গিয়ে রায়হানকে আটক করে।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর চোখের ভুল চিকিৎসা: যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ
টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার
সাইফের শরীরে ছুরির অংশ পেল চিকিৎসক, তিনজন আটক
চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক