• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩১
ছবি: আরটিভি

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘এদিন দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ৭তলা ভবনের ৫তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ওই ভবনের আগুনের ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ, আতঙ্কে সীমান্তবর্তীরা
তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক