• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

হাজারীবাগে চাঁদাবাজ গ্রুপের মূলহোতা হৃদয় গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:১২

রাজধানীর হাজারীবাগে চাঁদাবাজির ঘটনায় চাঁদাবাজ গ্রুপের মূলহোতা এনামুল হক হৃদয়কে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি রুজু করা চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলাটি তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রধারী চাঁদাবাজ দলের মূলহোতা এনামুল হক হৃদয়কে শনাক্ত করে পুলিশ।

এরপর শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনি থানার কালকিনি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এনামুল হক হৃদয় গত ১০ জানুয়ারি মোটরসাইকেল যোগে এসে অগ্নিসংযোগ ও গুলির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ১২ জানুয়ারি সেবা হোল্ডিং লিমিটেডের নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান হাজারীবাগ থানায় তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসীর চাঁদা দাবির অভিযোগে একটি মামলা করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ১৫/২০ জনের একটি দুষ্কৃতকারী দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে হাজারীবাগের রোড নম্বর-৭/এ এর ধানমন্ডির ৩ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন ভবনের টিনের বেষ্টনীর ভেতর প্রবেশ করার চেষ্টা করে।

ওই এলাকায় দায়িত্বরত হাজারীবাগ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক বাধা দেওয়ার কারণে তারা ভবনের সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভবনের নিরাপত্তা বেষ্টনী পুড়িয়ে দেয়। এসময় দায়িত্বরত পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

এর আগে গত ৩০ ডিসেম্বর ওই ভবনে প্রবেশ করে এ সন্ত্রাসী দল মামলার বাদী গোলাম কিবরিয়া খানসহ নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলে এবং তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে ভবনের মালিককে সেই নম্বরে যোগাযোগ করতে বলে। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের সামনে চিকিৎসার অভাবে ইসমাইলের মৃত্যু, ৫ জন কারাগারে
রাজধানীর ৬ স্থানে বসছে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’
রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, শিগগিরই কাটছে না সংকট
তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে