• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

পলাতক ওসি শাহ আলম সম্ভবত পাশের দেশে চলে গেছে: ডিএমপি কমিশনার

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলম এখনও ধরা পড়েনি। যথাসম্ভব তিনি ইন্ডিয়া বা পাশের দেশে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ক্র্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, শাহ আলমকে পুলিশ ছেড়ে দেয়নি, দেওয়ার প্রশ্নই আসে না। তাকে যদি পুলিশ ছাড়বেই তবে কুষ্টিয়াতেই ছেড়ে দিতো। এ ঘটনায় দায়িত্বে অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে ডিএমপি পুলিশের একটি দল গত ৮ জানুয়ারি রাতে কুষ্টিয়া পুলিশ লাইনস এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে। পরে কুষ্টিয়া থেকে তাকে উত্তরা পূর্ব থানায় এনে হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে ১০ জানুয়ারি সারাদেশে রেড অ্যালার্ট জারি করা করা। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়। সংশ্লিষ্ট থানার দায়িত্বরত ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড়ে অবস্থান
সেই সাহসী এএসআইকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার
রাজধানীতে কুপিয়ে প্রায় দেড় কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ