• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে কুপিয়ে প্রায় দেড় কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ০৪:২১
রাজধানীতে কুপিয়ে প্রায় দেড় কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে দুই ব্যক্তিকে কুপিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দেড় কোটি টাকা সমমূল্যের অর্থ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২ ডিসিসি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- আব্দুল কাদের শিকদার (৩০) ও আমির হামজা (২৫)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা মানি এক্সচেঞ্জ ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মিন্টু শিকদার নামে এক ব্যক্তি জানান, রাত সাড়ে ৯টার দিকে গুলশান ডিসিসি মার্কেটের সামনে ৪-৫ অস্ত্রধারী একটি লাল রংয়ের প্রাইভেটকার নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দুজনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দুজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক মারুফ আহমেদ বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে ২৫ হাজার ইউএস ডলার, ২০ হাজার ইউরো এবং নগদ ৮০ লাখ টাকা নিয়ে গেছে। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় হবে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড়ে অবস্থান
নলছিটিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ
রাজধানীর ১৯ খাল পলিথিনে ভরে গেছে: উপদেষ্টা রিজওয়ানা 
পলাতক ওসি শাহ আলম সম্ভবত পাশের দেশে চলে গেছে: ডিএমপি কমিশনার