• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:২৬
সংগৃহীত ছবি

রাজধানীর বংশালে হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যার ঘটনায় স্বামী মো. ইব্রাহীমকে (৩৭) গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বংশালের সিক্কাটুলী লেন এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মাকসুদা খাতুনের (২৭) সঙ্গে দুই বছর আগে ইব্রাহীমের বিয়ে হয়। মাকসুদার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার স্বামী ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার। বিয়ের পর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়। শুক্রবার বিকেলে সন্দেহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইব্রাহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাকসুদার মৃতদেহ উদ্ধার করে এবং স্বামী ইব্রাহীমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ঘটনাস্থল এবং মৃতদেহের আলামত সিআইডির ফরেনসিক টিম দ্বারা সংগ্রহ করা হয় এবং থানা পুলিশ কর্তৃক মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।

পুলিশ আরও জানায়, মাকসুদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাতে বংশাল থানায় একটি হত্যা মামলা করেছে নিহত মাকসুদার পরিবার। গ্রেপ্তারকৃত ইব্রাহীম হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ৩ পলিথিন কারখানা বন্ধ ঘোষণা
রাজধানীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 
ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জামায়াতের
বাবা-মা মারা গেলেও দেখার সুযোগ ছিলো না লেন্স কর্পোরাল ফজলুর রহমানের