• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি তুফান গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ২০:২৫
‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি তুফান গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ইরফান হোসেন তুফানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্লেড বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার আগেই হত্যাকারীদের শনাক্ত করা হয়।

তালেবুর রহমান আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি মুরাদকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার দিনগত রাতে এজাহারভুক্ত অন্যতম আসামি তুফানকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ৩ পলিথিন কারখানা বন্ধ ঘোষণা
রাজধানীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 
ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জামায়াতের
সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেপ্তার